আমাকে সবাই শান্ত বলেই ডাকে । কিন্ত আমি নাকি শান্ত না একটুও , এটা আমার বাবা বলে।আমার মামা আমার নাম রাখছিল শান্ত । আর আমার দাদু আমার নাম রাখছে নূরনবী । তাই ,আমার পুরো নাম মোঃ নূরনবী হোসেন (শান্ত) । শান্ত বলে সবাই ডাকাই আমার ডাক নাম শান্ত ।
আমার দাদু ( হাজী মোঃ লোকমান আলী টিকাদার )
আমার দাদু
হাজী মোঃ লোকমান আলী টিকাদার
১৩ ই নভেম্বর ১৯৯৮ (বাংলা- ২৯ কার্ত্তিক ১৪০৫) রোজ শুক্রবার ,আমার নানু বাড়িতে আমার জন্ম হয় । আমার নানু বাড়ি মেলান্দহ । আমার নানু একজন স্কুল মাস্টার ছিলেন ।
আর আমার বাড়ি শিহাটা ।
আমার নানু নানি, দই জনেই হজ্ব করেছেন।
নানু- হাজী মোঃ আব্দুর রইফ মাস্টার
নানি- আফরোজা বেগম ( রিক্তা )
নানু বাড়ইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন । তার তিন সন্তান । আমার ‘মা’ -(বড়) রওশনারা আফরোজ ( চাম্পা) তারপর আমার খালা রোকশানা পারভীন (কাজল) এবং আমার একমাত্র মামা- রুহুল আমিন ফারুক ।
আমার মামা আম্মু ও খালামনি
আমার আব্বু একজন হোমিও ডাক্তার । শিহাটা বাজারেই ছোট খাটো একটা ফার্মেছি আছে (সোমা হোমিও হল )। আমার আব্বু – ডাক্তার মোঃ ছোহরাব আলী ।
আব্বু আম্মু